চলচ্চিত্র অভিনেত্রী ছোট্ট দিঘী কত বড় হয়েছে দেখুন (লাইভ) | Actress Dighi

2017-08-08 3

"বাবা জানো....আমাদের একটি ময়না পাখি আছেনা...সে আজ আমার নাম ধরে ডেকেছে..."

গ্রামীন ফোনের সেই বিজ্ঞাপনের ছোট্ট শিশু দিঘীর কথা মনে আছে? সে আজ বড় হয়ে গেছে.... দেখুন সেই মিষ্টি মেয়ে দিঘীর লাইভ ইন্টারভিউ।

দিঘী বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোযেল চলচ্চিত্র নায়িকা। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীনফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র।

নাম: দিঘী
জন্ম: ৯ সেপ্টেম্বর, ২০০০ ঢাকা
পেশা: অভিনয়
কার্যকাল: ২০০৬-২০১২
যে জন্য পরিচিত: চলচ্চিত্রের শিশু অভিনেত্রী

উল্লেখযোগ্য চলচ্চিত্র
-------------------------------
লীলা মন্থন (২০১৫)
দ্যা স্পিড (২০১২)
রিকসাওয়ালার ছেলে (২০১০)
অবুঝ শিশু (২০০৮)
এক টাকার বউ (২০০৮)
বাবা আমার বাবা (২০০৮)
সাজঘর (২০০৭)
চাচ্চু (২০০৬)
দাদীমা (২০০৬)
কাবুলিওয়ালা (২০০৬)

Videos similaires